সুদীপের গ্রেফতারি রাজনৈতিক প্রতিহিংসা, অভিযোগ কেজরীবালের
Web Desk, ABP Ananda | 04 Jan 2017 02:34 PM (IST)
নয়াদিল্লি: রোজভ্যালিকাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-এর গ্রেফতারি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁর অভিযোগ, প্রতিহিংসার রাজনীতি করছেন মোদী। তৃণমূল কংগ্রেসের মতোই আম আদমি পার্টিও নোট বাতিলের প্রতিবাদে সরব। কেজরীবালের দাবি, এই কারণেই সুদীপকে গ্রেফতার করা হয়েছে। মোদীর বার্তা হল, যারাই নোট বাতিলের প্রতিবাদ করবে, তাদেরই গ্রেফতার করা হবে।