নয়াদিল্লি: শিবসেনার পর এবার তৃণমূল। তৃণমূল সাংসদ দোলা সেনের ‘হাঙ্গামায়’ দিল্লি-কলকাতা উড়ান ছাড়তে প্রায় ৪০ মিনিটের বিলম্ব হল।
জানা গিয়েছে, বিমানে ইকনমি ক্লাসের টিকিট ছিল সাংসদের। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, একটি অনলাইন বুকিং এজেন্সি মারফৎ বিমানের টিকিট কেটেছিলেন দোলা। এমার্জেন্সি দরজার পাশে আসন দেওয়া হয়েছিল সাংসকে।
এদিকে, দোলার মা হুইলচেয়ারে চলাফেরা করায় ‘বিপত্তি’ হয়। বিমান কর্তৃপক্ষ জানিয়ে দেয়, এমার্জেন্সি দরজার পাশে হুইলচেয়ার লাগানো যাবে না। বিমান কর্তৃপক্ষের দাবি, ‘টিকিট কেনার সময়ে এমন কেউ আছেন বলে জানাননি দোলা। এমন জায়গায় আসন পেতে পারেন না সাংসদের মা। উড়ান-সংক্রান্ত নিরাপত্তা-বিধিতে এমন সংস্থান নেই।’
অভিযোগ, দোলা সেন বিমানের মধ্যেই চিৎকার জুড়ে দেন। এয়ার ইন্ডিয়ার আরও অভিযোগ, সাংসদ বিমানের ক্রু-এর সঙ্গেও অভব্য আচরণ করেন। বাধ্য হয়ে, পাইলট নিজের কেবিন থেকে বেরিয়ে এসে সাংসদকে বিজনেস শ্রেণির আসন দেওয়া হয়। যদিও প্রস্তাব মানেননি দোলা সেন, দাবি বিমান কর্তৃপক্ষের। উড়ান-বিলম্বের কারণ জানতে তদন্ত করবে এয়ার ইন্ডিয়া।