নয়াদিল্লি: রোজভ্যালিকাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির আঁচে এখনও ফুটছে রাজধানী! প্রতিবাদ জানাতে এক্কেবারে প্রধানমন্ত্রীর দফতরে তৃণমূল। বুধবার প্রধানমন্ত্রীর বাসভবন-অভিযানের চেষ্টা করেছিলেন তৃণমূল সাংসদরা। বৃহস্পতিবারের রণকৌশল চূড়ান্ত করতে দীনেশ ত্রিবেদীর বাসভবনে বৈঠক করেন তাঁরা। ঠিক হয়, এবার প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে বিক্ষোভ দেখানো হবে। সেইমতো দুপুরে সাউথ ব্লকে পিএমও-র সামনে পৌঁছে যান জনা তিরিশেক তৃণমূল সাংসদ। কিন্তু তৈরি ছিলেন না নিরাপত্তারক্ষীরা। সেই সুযোগে ব্যারিকেড টপকে ভিতরে ঢুকতে শুরু করেন একের পর এক সাংসদ। পিএমও-তেই উঠল মোদী-হঠাও দেশ বাঁচাও স্লোগান! দুটি বাস নিয়ে সাউথ ব্লকে পৌঁছয় দিল্লি পুলিশের বাড়তি বাহিনী। শুরু হয় ধস্তাধস্তি। সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চ্যাংদোলা করে বাসে তোলা হয়। দিল্লি পুলিশের আচরণ নিয়ে এদিনও ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূলের মহিলা সাংসদরা। আটক করে মন্দিরমার্গ থানায় নিয়ে যাওয়া হয় বিক্ষোভরত তৃণমূল সাংসদদের। ঘণ্টাখানেক পর ছাড়া পান তাঁরা।
প্রধানমন্ত্রীর দফতরে ঢুকে মোদী হঠাও স্লোগান, আটক তৃণমূল সাংসদরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jan 2017 02:21 PM (IST)