নয়াদিল্লি: রোজভ্যালিকাণ্ডে সিবিআইয়ের হাতে দলের ২ সাংসদের গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার রাজধানীতে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার তৃণমূল কংগ্রেস।
একদিকে, গাঁধীমূর্তি থেকে ধর্না মিছিল বের করে বিক্ষোভ দেখান দলীয় সাংসদরা, অন্যদিকে, সংসদ থেকে ওয়াকআউট করেও প্রতিবাদ জানান। নোট বাতিলের প্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রতিহিংসার অভিযোগ তুলে এদিন গাঁধীমূর্তির সামনে ধর্না দেখান তৃণমূলের সাংসদরা।
এরপর প্রধানমন্ত্রীর দফতরের কাছে গিয়ে স্লোগান দেন তৃণমূল সাংসদরা। শেষে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে ঢোকেন সংসদ ভবনে। তৃণমূল সাংসদদের দাবি, নোট বাতিল নিয়ে তারা সরব হওয়ায় দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে।
এর পিছনে প্রতিহিংসা ও রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করেছে বলে অভিযোগ তৃণমূল সাংসদদের। রোজভ্যালিকাণ্ডে দলের ২ সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
পরে রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন তাঁরা। তার আগে, উচ্চকক্ষে নোট বাতিল নিয়ে সোচ্চার হয় তৃণমূল। এদিন রাজ্যসভায় নোট-ইস্যু তুলে সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, তাঁর দলের তরফ থেকে ২টি নোটিশ দেওয়া হয়েছিল।
তাঁর দাবি, একটি ছিল নোট বাতিলের ফলে দেশজুড়ে যে ১২০ জনের মৃত্যু হয়েছে, তাঁদের আত্মার শান্তিকামনায় ১ মিনিট নীরবতা পালন সংক্রান্ত এবং দ্বিতীয়টি ছিল লোকসভায় দলীয় নেতাকে রোজভ্যালিকাণ্ডে ‘বেআইনিভাবে’ গ্রফতার করার প্রতিবাদ সংক্রান্ত।
তিনি বলেন, ওয়েলে নেমে তিনি কক্ষ এবং অন্য সাংসদদের সময় নষ্ট করতে চান না। তাই ওয়াকআউট করছেন। গতকালও একই ইস্যুতে সংসদ থেকে ওয়াকআউট করেছিল তৃণমূল।