নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় উপদেষ্টা কমিটির থেকে বাদ পড়লেন তৃণমূল সাংসদ মুকুল রায়। তাঁর জায়গায় মণীশ গুপ্তকে নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর।


এই প্রসঙ্গে, তৃণমূলের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়ে দলের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। গত মার্চ মাসে প্রাক্তন আমলা মণীশ গুপ্ত প্রথমবার রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন।


সপ্তাহ খানেক আগে পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকেও মুকুল রায়কে সরিয়ে দিয়েছিল দল। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত করা হয় তৃণমূলের আরেক রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে।


একসময়ে তৃণমূলের প্রভাবশালী নেতা ছিলেন মুকুল রায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর যথেষ্ট সুসম্পর্ক ছিল। কিন্তু, সাম্প্রতিককালে, বিজেপি নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ স্থাপনের বিভিন্ন অভিযোগ ওঠার পরই দলের মধ্যে কার্যত কোনঠাসা হয়ে পড়েন তিনি।


এর আগে, সারদা মামলায় তাঁর নাম জড়িয়ে পড়ার পর ২০১৫ সালে দলের সাধারণ সম্পাদকের পদও খোয়াতে হয়েছিল মুকুলকে। ওই বছরই তাঁকে রাজ্যসভায় দলনেতার পদ থেকেও অপসারণ করা হয়।