কলকাতা: সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদে এখনও অব্যাহত বিক্ষোভ। বিভিন্ন জেলায় সকাল থেকে শুরু হয়েছে আন্দোলন। কোথাও পথ অবরোধ কোথাও আবার হল রেল অবরোধ।
শিয়ালদা দক্ষিণ শাখায় রেল অবরোধ করলেন তৃণমূলকর্মীর। সকাল ১০ টা থেকে বেলা ১১ পর্যন্ত বারুইপুর লাইনের মল্লিকপুর স্টেশনে একঘণ্টা রেল অবরোধ চলে। চরমে ওঠে যাত্রী হয়রানি।
নিউ কোচবিহার স্টেশনে অবরোধ করল তৃণমূল শ্রমিক সংগঠন। সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হয় অবরোধ। দলীয় পতাকা নিয়ে রেললাইনে বসে পড়েন তৃণমূল সমর্থকরা।
সকাল সাড়ে ৮ টা নাগাদ আসানসোলের চাঁদা মোড়ে পথ অবরোধ করেন তৃণমূল সমর্থকরা। প্রায় আধঘণ্টা ধরে চলে অবরোধ। ২ নম্বর জাতীয় সড়কের একাংশ অবরুদ্ধ হয়ে পড়ে। আটকে যায় বহু গাড়ি। আধঘণ্টা বাদে অবরোধ উঠলেও যান চলাচল স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগে।
কলকাতাতেও এদিন বিক্ষোভ হয়। বাগবাজার থেকে পোস্তা পর্যন্ত তণমূলের মিছিল।নেতৃত্বে মন্ত্রী শশী পাঁজা। সুদীপের মুক্তির পাশাপাশি বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে গ্রেফতারের দাবিও জানানো হয়।
সুদীপের গ্রেফতারির প্রতিবাদে আজও তৃণমূলের বিক্ষোভ, রেল ও সড়ক অবরোধ
ABP Ananda, web desk
Updated at:
05 Jan 2017 12:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -