চেন্নাই: কোন পরিস্থিতি, ঘটনাবলীর জেরে মৃত্যু হয়েছিল জয়ললিতার, তার তদন্তে মাদ্রাজ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন হবে। জয়ললিতার মৃত্যুর ৮ মাস বাদে এ কথা জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে পালানিস্বামী। শীঘ্রই ওই বিচারপতির নাম ঘোষণা করা হবে। কমিশনের মেয়াদ, শর্তাবলী প্রসঙ্গে তিনি বলেন, সময় মতোই ব্যবস্থা নেওয়া হবে।

নানা মহল ও জনসাধারণের মধ্য থেকেও অনুরোধ, আবেদন আসায় বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখেই রাজ্য সরকার তদন্ত কমিশনের সিদ্ধান্ত নিল বলে জানান তিনি।

প্রয়াত মুখ্যমন্ত্রী তাঁর সুদক্ষ সরকার, প্রশাসন পরিচালনার মাধ্যমে রাজ্যের গৌরব, সম্মান বাড়িয়েছেন বলে মন্তব্য করেন পালানিস্বামী। বলেন, পুরাচি থালাইভি আম্মা অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হন। চিকিত্সায় সাড়া মেলেনি। ৫ ডিসেম্বর তিনি মারা যান। মিডিয়ায় একাধিক সংগঠনের তরফে নানা রিপোর্ট বেরিয়েছে। সে কারণেই তদন্ত কমিশন গড়া প্রয়োজন হয়ে পড়ল।

ঘটনাচক্রে জয়ললিতার মৃত্যুর জেরে নেতৃত্বের উত্তরাধিকারের প্রশ্নে ভেঙে যাওয়া দলের দুই গোষ্ঠীর পুনর্মিলনের আলোচনা শুরুর শর্ত হিসাবে ও পনিরসেলভম শিবিরের প্রাথমিক দাবিগুলির অন্যতম জয়ললিতার মৃত্যুর তদন্তে কমিশন গঠন।

পালানিস্বামী সেই দাবি মেনে পনিরসেলভম শিবিরের সঙ্গে সন্ধিতে কার্যত সিলমোহর দিলেন।
পাশাপাশি পনিরসেলভম আনুষ্ঠানিক ভাবে দলের অন্তর্বর্তী প্রধান ভি কে শশীকলা ও তাঁর ভাগ্নে টিটিভি দিনকরনের বহিষ্কারও চেয়েছেন।

৬ বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন জয়ললিতা।

প্রয়াত মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে প্রতিষ্ঠাতা নেত্রীর পোয়েজ গার্ডেনের বাসভবনটিকে স্মারকস্থলে পরিণত করার সিদ্ধান্তও ঘোষণা করেন পালানিস্বামী। বলেন, বিভিন্ন মহল থেকে তাঁর বাসস্থানকে স্মারকে পরিণত করার অনুরোধ এসেছে। তাঁর সাফল্য, ক্ষমতা ও অবদানের কথা মানুষকে জানাতে তাঁর বাড়িটিকে জনসাধারণের কাছে স্মারকস্থল হিসাবে খুলে দেওয়া হবে, যাতে তাঁরা তাঁকে শ্রদ্ধা জানাতে পারেন।