চেন্নাই: শনিবার প্রথম পরীক্ষায় বসতে চলেছেন তামিলনাড়ুর সদ্যনিযুক্ত মুখ্যমন্ত্রী এড়াপ্পড়ি কে পালানিস্বামী। এদিনই রাজ্য বিধানসভায় আস্থাভোটের সামনে দাঁড়াতে হবে তাঁর নেতৃত্বাধীন সরকারকে। শেষ মুহূর্তে কোনও অঘটন না ঘটলে সহজেই ‘বৈতরণী’ পার করতে সক্ষম হবেন তিনি বলেই মনে করা হচ্ছে।


তবে, আস্থাভোটের আগের দিনই আরও একটি ধাক্কা খেল পালানিস্বামী শিবির। এদিন প্রাক্তন ডিজিপি তথা বর্তমান দলীয় বিধায়ক আর নটরাজ জানান, তিনি পালানিস্বামীর বিপক্ষে ভোট দেবেন। যার ফলে, মুখ্যমন্ত্রীর পক্ষে ২৩৪ সদস্য বিশিষ্ট কক্ষে সমর্থনের শক্তি কমে দাঁড়িয়েছে ১২৩।


এদিন নটরাজ জানান, তাঁর মতে, এটা আস্থাভোট নয়, বিবেকভোট। তাঁর দাবি, নিজের কেন্দ্রে তিনি সকল কর্মকর্তাদের থেক জানতে পেরেছেন, সকলেই ও পনীরসেলভমকেই মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন। তিনি বলেন, আমার ভোটের মাধ্যমে জনতার চিন্তাধারা প্রতিফলিত হওয়া উচিত।


আস্থাভোটে জিততে পালানিস্বামীকে ১১৮-র ম্যাজিক ফিগার পৌঁছতে হবে। আপাত দৃষ্টিতে তা সম্ভব বলেই মনে হচ্ছে। বিরোধী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনীরসেলভমের পক্ষে রয়েছে মাত্র ১১ জন বিধায়ক।


কিন্তু, আজ শেষরাতে অনেক বাজি ওলট-পালট হতে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহল। তাদের ব্যাখ্যা, আগামীকাল শেষ মুহূর্তে কয়েকজন বিধায়ককে কোনওভাবে যদি প্রভাবিত করতে পারে পনীরসেলভম শিবির, তাহলে, আস্থাভোটে হেরে যাবেন পালানিস্বামী। এর মধ্যে বিরোধী দল ডিএমকে-ও জানিয়ে দিয়েছে, তারা মুখ্যমন্ত্রীর বিপক্ষে ভোট দেবে।


এই সম্ভাবনা রুখতে তৎপর পালানিস্বামী শিবিরও। জানা গিয়েছে, বহু দলীয় বিধায়ক এখনও চেন্নাই থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কুভাত্তুরের একটি রিসর্টে রয়েছেন। আগামীকাল, সকালে তাঁরা রওনা দেবেন, যাতে ১১টার মধ্যে বিধানসভায় পৌঁছতে পারেন। ঠিক এই কারণেই আস্থাভোটের জন্য ১৫ দিন সময় পেলেও, শপথগ্রহণের ২ দিনের মধ্যেই তা সেরে ফেলতে চাইছেন ভি কে শশীকলা ঘনিষ্ঠ ই কে পালানিস্বামী।