নয়াদিল্লি: তামিলনাড়ুর বিধায়কদের বেতন প্রায় ১০০ শতাংশ বাড়ছে। গতকালই রাজ্য বিধানসভায় এ ব্যাপারে প্রস্তাব গৃহীত হয়েছে। পরদিনই নয়াদিল্লিতে নিজেদের সমস্যা, দাবিদাওয়া নিয়ে অবস্থানে বসা তামিলনাড়ুর কৃষকরা অভিনব কায়দায় বিধায়কদের বিরুদ্ধে তাঁদের প্রতি উদাসীনতার অভিযোগ তুলে প্রতিবাদ জানালেন।

যে বিধায়কদের কৃষকদের দুরবস্থা দেখেও 'কোনও হেলদোল নেই', তাদের ভোট দিয়ে নির্বাচিত করার জন্য গায়ে জুতোর বাড়ি মেরে নিজেদের 'শাস্তি' দিলেন তাঁরা।

ওই কৃষকদের নেতা পি আয়াক্কান্নু বলেন, এমন বিধায়কদের ভোট দিয়ে জেতানোয় দুঃখ হচ্ছে। আমরা সরকারের দরজায় বসে রয়েছি নিজেদের দাবিদাওয়া পূরণের আশায়, আর রাজ্য সরকার বিধায়কদের বেতন ১০০ শতাংশ বাড়িয়ে দিল!

রাস্তার ভিখারীর চেয়েও কম দাম একটা কৃষকের, বলেন তিনি।

ওই কৃষকরা আজ নিয়ে টানা পঞ্চমদিন রাজধানীতে কৃষিঋণ মকুব, কৃষকদের ব্যক্তিগত ফসল বিমার দাবিতে অবস্থান করছেন। কেন্দ্রকে কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গড়তে হবে, এও তাঁদের দাবি।

তামিলনাড়ু সরকার গতকালই বিধায়কদের বেতন, ভাতা প্রায় দ্বিগুণ বাড়িয়েছে। ফলে মাসে ১ লক্ষ ৫ হাজার টাকা মাথাপিছু বেতন পাবেন বিধায়করা।