চেন্নাই: এপিজে আবদুল কালামকে শ্রদ্ধা জানাতে তাঁর নিজের শহর রামেশ্বরমে প্রাক্তন রাষ্ট্রপতির নামে কলা ও বিজ্ঞান পড়ানোর কলেজ স্থাপন করবে তামিলনাড়ু সরকার। প্রয়াত রাষ্ট্রপতি নামাঙ্কিত কলেজ আগামী বছরে তৈরি হবে, তিনি আনন্দের সঙ্গে এই সিদ্ধান্ত ঘোষণা করছেন বলে শুক্রবার রাজ্য বিধানসভায় জানান উপমুখ্যমন্ত্রী ও পনিরসেলভম। এদিন রাজ্য বাজেট পেশ হয় তামিলনাড়ু বিধানসভায়। ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত রাষ্ট্রপতি থাকা কালাম পড়ুয়াদের সঙ্গে খুশি হয়ে মেলামেশা, মতামতের আদানপ্রদান করতেন, ২০১৫-র ২৭ জুলাই শিলংয়ে আইআইএমের অনুষ্ঠানে ভাষণের মাঝখানেই গুরুতর অসুস্থ হয়ে মারা যান। রামেশ্বরমে তাঁর দেহ চিরতরে শায়িত রাখা হয়। প্রাথমিক পড়াশোনা সেখানেই করেছিলেন তিনি। মিসাইলম্যান নামেও পরিচিত কালামের মৃত্যুর পর বৈজ্ঞানিক চিন্তার বিকাশ, কলা ও পড়ুয়াদের কল্যাণে অবদানের স্বীকৃতি হিসাবে তাঁর নামে পুরস্কার চালু করেছিলেন রাজ্যের তত্কালীন মুখ্যমন্ত্রী জয়ললিতা। সোনার মেডেল, নগদ ৫ লক্ষ টাকা ও শংসাপত্র দেওয়া হয় এই পুরস্কারে। রাজ্য সরকার প্রতি বছর ১৫ অক্টোবর কালামের জন্মবার্ষিকীর দিনটিকে যুব চেতনা দিবস হিসাবে পালন করবে বলেও ঘোষণা করেছিলেন প্রয়াত জয়ললিতা।