চেন্নাই: অবশেষে জাল্লিকাট্টু-জট কাটল। তিন বছর ধরে বন্ধ থাকা জাল্লিকাট্টু ফের চালুর দাবিতে তামিলনাড়ুবাসীর বিক্ষোভের মুখে গতকাল রাতে কেন্দ্রের ছাড়পত্র দেওয়া অর্ডিন্যান্স কার্যকর করলেন রাজ্যের রাজ্যপাল বিদ্যাসাগর রাও। গত ৫ দিন ধরে জাল্লিকাটুতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফুঁসছিল তামিলনাড়ুর জনগণ। কেন্দ্রের অর্ডিন্যান্সে রাজ্যপালের সম্মতির কথা ঘোষণা করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পনিরসিলভাম জানান, তিনিই আগামীকাল সকাল ১০টায় মাদুরাইয়ের আলানগানাল্লুরে আনুষ্ঠানিকভাবে জাল্লিকাট্টুর সূচনা করবেন। অন্য জায়গায় সেখানকার কেন্দ্র থেকে নির্বাচিত মন্ত্রীরা সকাল ১১ টায় এই খেলার সূচনা করবেন বলে জানান তিনি।
গতকাল রাতেই কেন্দ্র জাল্লিকাট্টুর অনুমোদন সংক্রান্ত অর্ডিন্যান্সে ছাড়পত্র দেয় কেন্দ্র। আজ চেন্নাই পৌঁছে তাতে সম্মতি দেন বিদ্যাসাগর রাও, যিনি মহারাষ্ট্রের পাশাপাশি তামিলনাড়ুর রাজ্যপাল পদও সামলাচ্ছেন। তবে কেন্দ্রের অর্ডিন্যান্সের পরও রাজ্যবাসীর ক্ষোভ প্রশমিত হয়নি। তাঁরা স্থায়ী সমাধানের দাবিতে মেরিনা বিচে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান।
প্রসঙ্গত ২০১৪ থেকে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার জেরে জাল্লিকাট্টু অর্থাত্ ষাঁড়ের সঙ্গে লড়ে তাকে বাগে আনার প্রাচীন খেলা বন্ধ ছিল তামিলনাড়ুতে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি জাল্লিকাট্টু রাজ্যজুড়ে সম্পূর্ণ সফল করে তুলতে যুবক, ছাত্র ও সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি। তাঁরা যত বেশি সংখ্যায় পারুন, সামিল হোন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েও চিঠি লেখেন তিনি। বলেন, এ বছর আমাদের জাল্লিকাট্টু খেলার স্বপ্ন সফল হতে চলেছে।
মুখ্যমন্ত্রী জানান, অর্ডিন্যান্সের বদলে একটি খসড়া বিল আনা হবে। পিসিএ আইন সংশোধন করা হবে যাতে কোনও বাধা ছাড়াই জাল্লিকাট্টু খেলা যায়। ২৩ জানুয়ারি বিধানসভা অধিবেশন বসছে। সেখানেই ওই বিল পেশ ও অনুমোদিত হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
অর্ডিন্যান্সে সায় রাজ্যপালের, কাল সকালে জাল্লিকাট্টুর সূচনা করবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
web desk, ABP Ananda
Updated at:
21 Jan 2017 07:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -