সময় হলেই সবাই পাশ থেকে সরে যাবে, কমল হাসানকে পাল্টা কটাক্ষ এআইএডিএমকে-র
Web Desk, ABP Ananda | 23 Jul 2017 04:11 PM (IST)
চেন্নাই: কমল হাসানকে পাল্টা খোঁচা এআইএডিএমকে-র। দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি ডেঙ্গু ছড়িয়ে পড়া সহ নানা ইস্যুতে তামিলনাড়ুর শাসক দলকে নিশানা করেছেন এই খ্যাতনামা অভিনেতা। এজন্য ইতিমধ্যে তাঁকে আক্রমণ করেছেন একাধিক মন্ত্রী। খোদ মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী পর্যন্ত বলেছেন, উনি রাজনীতিতে নামুন, ওনাকে জবাব দেবে সরকার। আজ শাসক দলের মুখপত্র নামাধু ডঃ এমজিআর-এ বলা হয়েছে, অতিরিক্ত উত্সাহে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন 'বিশ্বরূপম' তারকা। আর তাঁর পাশে দাঁড়িয়েছে ডিএমকে সহ বিরোধীরা। ওদের সমর্থন পেয়ে প্রতিদিনই সরকারের বিরুদ্ধে মুখ খুলছেন উনি। আবেগমাখানো কথাবার্তা, আচরণে এখন উনি প্রচার পাচ্ছেন বটে, কিন্তু এতে পরে যে কতটা ক্ষতি হতে পারে, এখন বুঝতে পারছেন না। 'কমল হাসান ইন ত্রিশঙ্কুস ভার্সন' শিরোনামে এক প্রতিবেদনে এআইএডিএমকে মুখপত্রে লেখা হয়েছে, 'বিগ বস'-এর উপস্থাপকের বোঝা উচিত, আজ যে দলগুলি ওনার পাশে রয়েছে, সময় হলেই সবাই ওঁকে ফেলে রেখে সরে যাবে। সরকার বিরোধী দলগুলি নিজেদের স্বার্থে ওনাকে ব্যবহার করতে চাইছে। সেটা বুঝে না উনি যদি 'ভুল করে' ধরে নেন যে, গোটা তামিলনাড়ু ও রাজনৈতিক দলগুলি ওনার সঙ্গে আছে, তবে ওনাকে তার 'পরিণতি'র মুখোমুখি হতে হবে।