নয়াদিল্লি: পড়ুয়াদের ‘কোচিং ভীতি’ দূর করার জন্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবার একটি নতুন মোবাইল অ্যাপ এবং পোর্টাল আনতে চলেছে।
এই অ্যাপ এবং পোর্টালে বিভিন্ন বিষয়ে আইআইটি-র শিক্ষকদের লেকচার এবং প্রবেশিকা পরীক্ষার পুরনো প্রশ্ন পাওয়া যাবে। সারা দেশের পড়ুয়াদের কথা মাথায় রেখে ১৩টি ভাষায় লেকচার ও প্রশ্ন থাকবে।
এরই সঙ্গে পড়ুয়াদের সুবিধার জন্য আইআইটি-র প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র দ্বাদশ শ্রেণির সিলেবাসের সঙ্গে সঙ্গতি বজায় রেখেই করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানী।
এক অনুষ্ঠানে স্মৃতি বলেছেন, কোচিং ভীতির ফলে ছাত্র-ছাত্রীদের উপর মারাত্মক চাপ থাকে। সেই কারণেই সরকার পড়ুয়াদের সাহায্য করতে চাইছে। এই অ্যাপে যেমন বিনামূল্যে আইআইটি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির বিষয়ে সাহায্য পাওয়া যাবে, ঠিক তেমনই গত ৫০ বছরের প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন পাওয়া যাবে।
ভুয়ো বিশ্ববিদ্যালয় বন্ধ করার জন্য রাজ্য সরকারগুলিকে উদ্যোগী হওয়ার অনুরোধ করেছে কেন্দ্র। যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অন্যায়ভাবে অতিরিক্ত অর্থ নিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্মৃতি।
কোচিং বন্ধে উদ্যোগ, আইআইটি-র প্রস্তুতির অ্যাপ আনছে সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 May 2016 01:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -