আমদাবাদ:  পতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেলের সঙ্গে আমদাবাদের এক বিলাসবহুল হোটেলে যখন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর সাক্ষাতের খবর নিয়ে সংবাদমাধ্যমে চর্চা তুঙ্গে, তখনই হার্দিক জানালেন এমন কোনও সাক্ষাতের ঘটনাই এখনও ঘটেনি। এটা সঠিক আমদাবাদের হোটেলে যে সময় তিনি উপস্থিত ছিলেন, সেদিন সেই সময় হোটেলে রাহুল গাঁধীও ছিলেন। তবে তাঁদের মধ্যে কোনও বৈঠক হয়নি। কংগ্রেসের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে হার্দিক বলেন, 'মহাচোর' বিজেপিকে হারাতে তিনি 'চোর' কংগ্রেসকে সমর্থন করার জন্যে প্রস্তুত। তবে এখনই কোনও তাড়াহুড়ো নেই কংগ্রেসকে সমর্থন করার জন্যে, মন্তব্য হার্দিকের।

পতিদার সম্প্রদায়ের জনপ্রিয় নেতা হার্দিক জানিয়েছেন, রাহুলের সঙ্গে তাঁর দেখা করার কথা থাকলেও, তিনি সময়ের অভাবে দেখা করতে পারেননি। কারণ, তাঁর একাধিক রোড শোয়ে অংশ নেওয়া এবং সমাবেশে বক্তব্য রাখার কথা ছিল। এদিকে গুজরাতের বিভিন্ন স্থানীয় চ্যানেলে দেখানো হচ্ছিল রবিবার রাতে আমদাবাদের উমেদ হোটেলে ঢোকেন হার্দিক। সিসিটিভি ফুটেজে দেখা যায় হার্দিক হোটেলের পিছনের দরজা দিয়ে একটি নম্বর প্লেটহীন নতুন ব্র্যান্ডেড গাড়ি চেপে বেরিয়ে যান। জানা গিয়েছে, সোমবার বিকেল চারটেয় হোটেল ছেড়ে যান হার্দিক। সোমবারই আবার ওই হোটেলে দুপুর একটার সময় আসেন কংগ্রেসের সহ সভাপতি।

এই প্রসঙ্গে হার্দিককে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তিনি কংগ্রেসের আমন্ত্রণে রবিবার দুপুরে সেখানে গিয়েছিলেন এটা সঠিক। সেখানে তাঁর গুজরাতের কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি অশোক গেহলটের সঙ্গে দেখা হয়েছে। দেরি হয়ে যাওয়ায় তিনি হোটেলে থেকে যান। কিন্তু যেহেতু গুজরাতে সমস্ত কিছু বিজেপির কেনা, তাই সিসিটিভি ফুটেজ উদ্ধার করে এই নিয়ে বিজেপি মিথ্যা বলছে। তাঁর সঙ্গে রাহুলের সা৭াতের খর রটানো হচ্ছে। উত্তর গুজরাতের মণ্ডলে এক সভায় গিয়ে একথা বলেন হার্দিক। তাঁর কথায় তিনি মধ্যরাতে লুকিয়ে মোটেই রাহুলের সঙ্গে দেখা করেননি, যেমন পাকিস্তানে গিয়ে নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।