সহজে আয় করতে গুদাম থেকে স্মার্ট ফোন চুরি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে, গ্রেফতার অ্যামাজন কর্মী
Web Desk, ABP Ananda | 31 Aug 2018 07:52 PM (IST)
নয়াদিল্লি: অ্যামাজনের ২২ বছর বয়সি এক কর্মচারী দক্ষিণ দিল্লির ওখলা এলাকায় কোম্পানির গুদাম থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে গ্রেফতার। পুলিশের বক্তব্য, রাহুল কুমার চৌবে নামে ওই কর্মী একটি নিয়োগ সংস্থার মাধ্যমে অ্যামাজনে ঢোকেন গত জুনে। তিনি সেখানকার সাপোর্ট অ্যাসোসিয়েট পদে কাজ করতেন। গত ২৪ ও ২৯ আগস্ট এই মর্মে অভিযোগ দায়ের হয় যে, খদ্দেরদের ফেরত দেওয়া তিনটি স্মার্টফোন ওখলার গুদাম থেকে চুরি হয়। সেখান থেকেই খদ্দেরদের সামগ্রী ডেলিভারি দেওয়া হত। পুলিশে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে গতকাল একটি মামলা দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ টিম সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। দেখা যায়, চৌবে সেখান থেকে মোবাইল ফোন সরাচ্ছেন। পরে তাঁর বদরপুরের বাড়িতে তল্লাসি চলে। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। একটি চুরি যাওয়া ফোন তাঁর কাছ থেকে উদ্ধার হয় বলে জানান ডিসিপি চিন্ময় বিশ্বাস। জেরায় চৌবে জানায়, গুদামে ফেরত আসা সামগ্রী আলাদা করে সরিয়ে রাখার কাজ করত সে। গত ২ মাস ধরে সে ভাল ভাবে গুদামের কাজকর্মের পদ্ধতি ভাল করে বুঝে নেয়। সহজে টাকা আয়ের রাস্তা হিসাবে সে মোবাইল ফোন সেখান থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। সে এও জানিয়েছে, সে ভেবেছিল, অ্যামাজন বড় কোম্পানি বলে দু-একটা মোবাইল ফোন গুদাম থেকে এদিক ওদিক হলেও কেউ খেয়াল করবে না। গত ২৪ আগস্ট সে দুটি স্মার্ট ফোন সরিয়ে বদরপুর এলাকায় দুজন পথচারীকে ২০০০, ৩০০০ টাকায় বেচে দেয়। ২৯ আগস্ট চুরি করে আরও একটি ফোন। ট কিন্তু তার সেই কীর্তি সিসিটিভি-তে উঠে যায়।