লখনউ: গুরমিত রাম রহিম সিংহের পালিতা কন্যা হানিপ্রীত ইনসান যাতে নেপালে পালিয়ে যেতে না পারেন তার জন্য নেপাল সীমান্তবর্তী সব থানায় সাঁটা হল তাঁর ছবি। কপিলাবস্তু, মোহানা, শোহরতগড় ও দেবারুয়া থানার পুলিশকর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধার্থনগরের পুলিশ সুপার সত্যেন্দ্র কুমার। তিনি আরও বলেছেন, ভারত থেকে কারা সীমান্ত পেরিয়ে নেপালে যাচ্ছেন, সেদিকও গোয়েন্দাদের নজর রাখতে বলা হয়েছে।


১ সেপ্টেম্বর হানিপ্রীতের খোঁজে লুকআউট নোটিস জারি করে হরিয়ানা পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। উত্তরপ্রদেশ পুলিশকেও সতর্ক করে দেওয়া হয়েছে। নেপাল সীমান্তবর্তী মহারাজগঞ্জ, লখিমপুর ও বাহরাইচ জেলা পুলিশকে সতর্ক করে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের সাতটি জেলা নেপাল সীমান্তে। ৫৯৯.৩ কিমি দীর্ঘ সীমান্ত অঞ্চলে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। হরিয়ানা পুলিশের একটি দল সম্প্রতি হানিপ্রীতের খোঁজে লখিমপুর খেরিতে গিয়েছিল। কিন্তু সেখান থেকেও খালি হাতে ফিরতে হয় তাঁদের।

লখিমপুর খেরির অতিরিক্ত পুলিশ সুপার ঘনশ্যাম চৌরাসিয়া বলেছেন, হরিয়ানা পুলিশ হানিপ্রীতের বিষয়ে তাঁদের কিছু তথ্য দিয়েছে। রাম রহিমের পালিতা কন্যা নেপালে পালিয়ে গিয়েছেন কি না, সে বিষয়েও খোঁজ নিয়েছে হরিয়ানা পুলিশ। কিন্তু সত্যিই হানিপ্রীত নেপালে পালিয়ে গিয়েছেন কি না, সেটা জানা যায়নি। যদিও সীমান্ত থেকে পঞ্জাবের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি উদ্ধার হয়েছে। এই গাড়ির মালিকের খোঁজ করা হচ্ছে।