নয়াদিল্লি: তামাকে যে শুধু ক্যানসারই হয়, তা নয়। দীর্ঘদিন ধরে বিড়ি, সিগারেট, গুটখা সেবন করলে অন্ধত্বও আসতে পারে। জানিয়েছেন এইমসের চিকিৎসকরা।

এ ধরনের অন্ধত্বে বেশিরভাগ সময় সেরে ওঠার সম্ভাবনা থাকে না বলেও তাঁরা জানিয়েছেন।

চিকিৎসকরা আরও বলেছেন, গবেষণায় দেখা যাচ্ছে, দীর্ঘদিন ধরে যাঁরা তামাকজাত দ্রব্য সেবন করছেন, তাঁদের চোখে ছানি পড়ার আশঙ্কা অন্যদের থেকে বেশি। ৫-১০ বছর বা তার বেশি ধরে ধূমপান করলে বা তামাক চিবোলে অপটিক নার্ভ আক্রান্ত হতে পারে। ফলে অন্ধত্ব অসম্ভব কিছু নয়।

এইমসের চিকিৎসকরা বলেছেন, মানুষ জানেন, তামাক থেকে হার্টের সমস্যা ও ক্যানসার হতে পারে। কিন্তু তা থেকে যে দৃষ্টিশক্তি খোয়ানোরও আশঙ্কা রয়েছে, তা অনেকেই জানেন না। এইমসে এখনও পর্যন্ত যত দৃষ্টিহীন রোগী এসেছেন, তাঁদের প্রায় ৫ শতাংশ চোখ খুইয়েছেন তামাকের কারণে।

এছাড়া চোখে সংক্রমণের জন্য সাধারণত স্টেরয়েড থাকা যে আইড্রপ দেওয়া হয়, তা দীর্ঘকাল ব্যবহার করলে গ্লুকোমা হতে পারে। সেখান থেকেও খোয়া যেতে পারে দৃষ্টি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বিশ্বের ২০ শতাংশ দৃষ্টিহীন মানুষ এ দেশে বসবাস করেন। সমীক্ষায় দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত ছানির কারণেই সবথেকে বেশি মানুষ দৃষ্টিশক্তি খুইয়েছেন।