নয়াদিল্লি: সংসদভবনে লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে একান্তে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কটাক্ষের সুর বিরোধীদের গলায়। মমতার দাবি, এটা সৌজন্য সাক্ষাৎ।
সোমবার, প্রথমে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক। এরপর সংসদভবনে প্রায় ২৫ মিনিট ধরে, একান্তে লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদীর মতোই আডবাণীর সঙ্গেও মমতার বৈঠককে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। তারা মনে করিয়ে দিচ্ছে, নারদকাণ্ডে লোকসভার যে এথিক্স কমিটি আজ পর্যন্ত একটাও বৈঠক ডাকেনি, সেই কমিটির প্রধান কিন্তু এই লালকৃষ্ণ আডবাণীই!
মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্য সাফ কথা, এটা সৌজন্য সাক্ষাৎ। দিল্লিতে এলে লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দেখা করি। ওনার স্ত্রী যখন বেঁচে ছিলেন, তখন বাড়িতে গিয়েও দেখা করতাম।
কয়েক দিন আগে, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাঁর পছন্দের চার জনের নাম বলে জল্পনা উস্কে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আডবাণীজিকে শ্রদ্ধ করি...প্রণবদা হতে পারেন...সুষমা স্বরাজ হতে পারেন...সুমিত্রা মহাজন আছেন।
এই প্রেক্ষাপটেই লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের বৈঠক। যা ঘিরে শুরু রাজনৈতিক তরজা।
যেদিন বিরোধীদের সঙ্গে বৈঠক, সেদিনই আডবাণীর সঙ্গে কথা, মমতার দাবি সৌজন্য সাক্ষাৎ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Apr 2017 07:42 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -