কলকাতা: সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের শেষতম সার্কুলার অনুযায়ী, আধার নম্বরের সঙ্গে প্যান কার্ড যুক্ত করার আজই শেষ দিন। যদি আজকের মধ্যে এই সংযুক্তিকরণ না হয় তাহলে আর এ বছরের আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে না। এ বছর ৩১ জুলাই থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে ৫,০০০ টাকা জরিমানা দিতে হবে। আর ৩১ ডিসেম্বরের পর জমা দিলে জরিমানা বেড়ে হবে ১০,০০০ টাকা।
আগে আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণের শেষ দিন ছিল ৩১ মার্চ। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তারিখ পিছিয়ে দেওয়া হয়। শীর্ষ আদালত বলে, চূড়ান্ত রায় বার হওয়ার আগে আধারের সঙ্গে অন্যান্য পরিষেবার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা যাবে না।
দেখে নিন কীভাবে আধারের সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণ করবেন।
আয়কর দফতরের ওয়েবসাইটে নিজের ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
প্রোফাইল সেটিং-এ যান। লিঙ্ক আধার অপশনে ক্লিক করুন।
জন্ম তারিখ, লিঙ্গর মত বেশ কিছু বিষয় আসবে।
আধার কার্ড নম্বর দিয়ে ক্লিক করুন লিঙ্ক নাউ বাটন।
একটি মেসেজ দেখাবে যে আধার ও প্যান কার্ডের সংযুক্তিকরণ সম্পূর্ণ।
যদি আধার ও প্যান কার্ডের নামে কোনও ভুলচুক থেকে যায়, তবে সংযুক্তিকরণ হবে না। ভুল ছোট হলে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে। আর যদি বড় ভুল থাকে তবে আগে প্যান বা আধার কার্ডের ভুল শোধরাতে হবে। এ জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই-এর ওয়েব সাইটে গিয়ে আপডেট আধার ডিটেলস-এ ভুল সংশোধন করতে হবে আপনাকে।
আধারের সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণের আজই শেষ দিন, না হলে দাখিল করতে পারবেন না আয়কর রিটার্ন
ABP Ananda, Web Desk
Updated at:
30 Jun 2018 04:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -