দুর্নীতিবাজদের দায় নেওয়ার দিন আজ, তোপ গয়ালের, ওঁর লেখা নিয়ে মাথাই ঘামায় না কেউ, কটাক্ষ চিদম্বরমকেও
Web Desk, ABP Ananda | 16 May 2017 06:33 PM (IST)
নয়াদিল্লি: তিন বছর আগে আজকের দিনে কেন্দ্রে ভোটে জিতে ক্ষমতায় আসা বিজেপির নিশানায় বিরোধীরা। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গয়াল কটাক্ষ করেন, আজ দুর্নীতিবাজদের দায় স্বীকারের দিন! ঘটনাচক্রে আরজেডি সভাপতি লালুপ্রসাদ যাদব ও তাঁর ঘনিষ্ঠ লোকজনের প্রায় হাজার কোটি টাকার বেনামী সম্পত্তি আছে, এই অভিযোগে আজই দিল্লি ও তার আশপাশে অন্তত ২২টি স্থানে তল্লাশি চালিয়েছে আয়কর দপ্তর। পাশাপাশি ২০০৭ সালে আইএনএক্স মিডিয়া নামে একটি সংস্থাকে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত ছাড়পত্র পেতে বিশেষ সুবিধা করে দেওয়ার অভিযোগে চেন্নাইয়ে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তির একাধিক বাড়িতে হানা দিয়েছে সিবিআইও। বর্তমান সরকারের সমালোচনা করে লেখালেখি করেন বলেই তাঁকে এভাবে নিশানা করা হচ্ছে, চিদম্বরমের এই অভিযোগ খারিজ করেন গয়াল। বলেন, প্রশ্নটা হল, ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের (এফআইপিবি) সুবিধাভোগীরা কেন ওঁর ছেলের সংস্থাকে অর্থ দিয়েছে। গয়াল কটাক্ষ করেন, ওঁর কলামে যমুনায় আগুন লাগেনি! মাথাই ঘামায় না কেউ। কোনও প্রভাবই নেই ওনার লেখার। ওঁর ছেলের স্ট্রোক হলে দায়ী থাকবেন উনিই, চিদম্বরমকে নিশানা করে বলেন তিনি। আজ ভোরে চেন্নাইয়ের বাড়িতে তল্লাশি প্রসঙ্গে চিদম্বরমের অভিযোগ, সরকার আমার কণ্ঠরোধ করতে, লেখালেখি বন্ধ করতে চায়। কিন্তু আমি মুখ খুলবই, লেখালেখিও করে যাব। পাল্টা গয়ালের দাবি, তিন বছরের শাসনে বিজেপি দেশকে এরটি সত্, দুর্নীতিমু্ক্ত সরকার, স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতার অধিকারী এক নেতা, গরিব-মুখী প্রশাসন দিয়েছে। দুনিয়ায় সবচেয়ে দ্রুত বেড়ে চলা অর্থনীতি হয়েছে ভারত, এই প্রথম। লালু, চিদম্বরমের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ খারিজ করে গয়ালের দাবি, বিজেপি কখনই আইনের সামনে বাধা হয়ে ওঠে না, তদন্ত এজেন্সিগুলি স্বাধীনভাবে কাজ করছে। ঘটনা হল, আমরা তো পশুখাদ্য মামলাগুলি ফের শুরুর দাবি তুলিনি, সুপ্রিম কোর্টই রায় দিয়েছে। কংগ্রেসকে বিদ্রুপ করে গয়াল বলেন, বিরোধী শিবির মোদীর 'ব্যাপক জনপ্রিয়তা'র সামনে 'অসহায়', কিন্তু আত্মসমীক্ষা না করে ভুলভাল ইস্যু তুলছে।