নয়াদিল্লি:  কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর নেতৃত্বে আজ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচন নিয়ে বৈঠকে বসছে বিরোধী দলগুলি। দুপুর ১টায় সংসদ ভবনের লাইব্রেরি বিল্ডিংয়ে মধ্যাহ্নভোজে ডাকা হয়েছে বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকে। উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, লালুপ্রসাদ যাদব-সহ একাধিক নেতা-নেত্রী। তবে বৈঠকে যোগ দিচ্ছেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।


জেডিইউ-র প্রতিনিধিত্ব করবেন শরদ যাদব। তিনি নিজেও রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী। সূত্রের খবর, কংগ্রেসের ডাকা এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি অরবিন্দ কেজরীবালকে। রাষ্ট্রপতি নির্বাচনে মোদী সরকার কাকে প্রার্থী করবে কিংবা প্রণব মুখোপাধ্যায়কেই ফের তারা রাষ্ট্রপতি করতে চাইবে কি না তা এখনও স্পষ্ট নয়। এই প্রেক্ষাপটে সর্বসম্মত প্রার্থী বাছাইয়ে ঐকমত্যে আসতে চাইছে বিরোধীরা।