নয়াদিল্লি: রাজ্যের মেডিক্যাল জয়েন্ট হবে কিনা, সে সম্পর্কে আজই চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট। পড়ুয়াদের কথা ভেবে চলতি বছরের জন্য রাজ্যের তরফে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার আর্জিতে সায় দিয়েছে কেন্দ্র ও মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়াও। ফলে আজ সর্বোচ্চ আদালতের রায়ের দিকেই তাকিয়ে রাজ্যের প্রায় ৮৫ হাজার পরীক্ষার্থী।

বিতর্কের সূত্রপাত মেডিক্যাল জয়েন্ট নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে। যাবতীয় আবেদন বাতিল করে সম্প্রতি সর্বোচ্চ আদালত জানায়, সারা দেশে একটিই অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে। এনিয়ে শুরু হয় টানাপোড়েন। বেশ কয়েকটি রাজ্য চলতি বছরের জন্য আলাদাভাবে মেডিক্যাল জয়েন্ট নেওয়ার আবেদন জানায়। এরপর এখন শীর্ষ আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এ রাজ্যের প্রায় ৮৫ হাজার পরীক্ষার্থীর ভাগ্য।