জামশেদপুর: বৃহস্পতিবার আফগানিস্তানে তালিবান ও ইসলামিক স্টেটের ঘাঁটিতে যে বোমা-হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাকে উদাহরণ হিসেবে নিয়ে কাশ্মীর উপত্যকায় জেহাদি সমস্যা সমাধান করার জন্য কেন্দ্রকে পরামর্শ দিল বিশ্ব হিন্দু পরিষদ।
শুক্রবার, ভিএইচপি-র অন্যতম শীর্ষ নেতা প্রবীণ তোগাড়িয়া সাংবাদিক সম্মেলনে বলেন, (মার্কিন হামলা) জঙ্গিদের কড়া বার্তা দিল। যদিও, তাঁর মতে, এরপরও পাকিস্তান শিক্ষা নেবে না। তারা সীমান্তপার সন্ত্রাস চালিয়েই যাবে।
কুলভূষণ প্রসঙ্গে তোগাড়িয়া জানান, পাকিস্তানের সঙ্গে অবিলম্বে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া উচিত ভারতের। সব ধরনের ব্যবসা, বাণিজ্য রোধ করে দেওয়া উচিত। এমনকী, মোস্ট ফেবারড নেশন-এর তকমাও ফেরত নেওয়া উচিত ভারতের।