নয়াদিল্লি: আলাপ আলোচনার মাধ্যমে অযোধ্যা বিতর্কের নিষ্পত্তির প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। এর পরিপ্রেক্ষিতে বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া রাম মন্দির তৈরির জন্য আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, রামের জন্মস্থান অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য কেন্দ্র সরকারের আইন প্রণয়ন করা উচিত।

এই গৈরিক নেতা বলেছেন, বিতর্কিত ভূখণ্ড ‘ভগবান রামের’ এবং ওই জায়গায় একটি মন্দির তৈরির অবস্থানকে রামজন্মভূমি ন্যাস ও ভিএইচপি সর্বদাই সমর্থন করে এসেছে।

এদিন সুপ্রিম কোর্ট বলেছে, অযোধ্যা ইস্যুটি খুবই সংবেদনশীল এবং এর সঙ্গে ভাবাবেগ জড়িত রয়েছে। এই মামলায় সমস্ত বিবদমান পক্ষগুলিকে এক টেবিলে বলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বলেছেন সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, এ ধরনের ধর্মীয় বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। মামলাকারীরা চাইলে সর্বোচ্চ আদালত মধ্যস্থতা করতেও রাজি বলে প্রস্তাব দেন প্রধান বিচারপতি।

আদালতের এই প্রস্তাব সম্পর্কে তোগাড়িয়া বলেছেন, ১৯৯১-এ তত্কালীন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর ভিএইচপি ও বাবরি অ্যাকশন কমিটির মধ্যে আলোচনার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণভাবে সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছিলেন। তাঁর অভিযোগ, বিতর্কিত জায়গায় রাম মন্দির থাকার সমস্ত প্রমাণ দেওয়ার পর বাবরি অ্যাকশন কমিটি বৈঠক ছেড়ে গিয়েছিল।