সুরাত (গুজরাত): সুরাতের কামরেজের কাছে পিছন থেকে ছুটে আসা ট্রাক ধাক্কা মারল প্রবীণ তোগাড়িয়ার গাডিতে। তবে রক্ষা পেয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আন্তর্জাতিক ওয়ার্কিং প্রেসিডেন্ট।
সুরাত গ্রামীণ এলাকার পুলিশ সুপার এম কে নায়েক বলেন, তোগাড়িয়া ও আরও একজন ছিলেন গাড়িতে। কামরেজ টাউনের প্রায় ১ কিমি দূরে একটি ট্রাক সেটিকে ধাক্কা মারে। তোগাড়িয়া সুরাতে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। তাঁর আঘাত লাগেনি। ট্রাকটি বাজেয়াপ্ত করে তার চালককে গ্রেফতার করা হয়েছে।
পরে তোগাড়িয়া বলেন, তাঁর এসইউভি গাড়িটি বুলেট প্রুফ না হলে তিনি মরেও যেতে পারতেন। তাঁর জেড প্লাস নিরাপত্তা ব্যবস্থা গুজরাত সরকার জেনেশুনেই ঢিলেঢালা করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বলেন, জেড প্লাস ব্যবস্থায় আগে তাঁর গাড়ির আগে থাকত একটি পাইলট কার, একটি এসকর্ট গাড়ি, পিছনে থাকত একটি অ্যাম্বুল্যান্স। এক পাশে থাকত আরেকটি গাড়ি। এই প্রথম আমাদের গাড়ির আগে পুলিশের একটি গাড়ি ছিল। গাঁধীনগরের নির্দেশে পিছনে কোনও এসকর্ট যান ছিল না। পুলিশকে এ ব্যাপারে জেনেশুনেই কিছু জানানো হয়নি। কেন জানতে চাইছি? এই পরিস্থিতিতে একটি ট্রাক আমার গাড়িকে ধাক্কা মারে, আঘাত করে একটি ডিভাইডারে। তা সত্ত্বেও ট্রাকচালক ব্রেক কষেননি। খুবই উদ্বেগের বিষয়টা।