ভদোদরা: নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলা বন্ধ করতে কাশ্মীর উপত্যকায় কার্পেট বম্বিংয়ের দাবি করলেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া।

ঋষি পরশুরাম জয়ন্তী উপলক্ষ্যে ভদোদরায় তোগাড়িয়া বলেছেন, উরি ও কুপওয়ারায় সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর সরকারের উচিত, কাশ্মীর উপত্যকায় কার্পেট বম্বিং করা, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে। সেনা ছাউনিতে হামলা আর পাথরবাজি আমাদের যুদ্ধ হিসেবে গণ্য করা উচিত। এই সব এলাকায় কার্পেট বম্বিং করুক কেন্দ্র।

যে জঙ্গিরা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাদের দ্রুত দমন করার জন্যও কেন্দ্রকে অনুরোধ করেছেন তিনি।

তোগাড়িয়ার কথায়, কাশ্মীরে সাধারণ নাগরিক ও সেনার মধ্যে বৈরীতা ক্রমশ বাড়ছে। এখন আর নরমভাব দেখানোর সময় নয়, সময় কার্পেট বম্বিংয়ের। তা নাহলে শত্রু অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়বে, দেশকে টুকরো করার কথা বলবে।

২০১৫-য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরের উন্নতিতে যে ৮০,০০০ কোটি টাকার প্যাকেজ বরাদ্দ করেন, তাও পুনর্বিবেচনা করার আহ্বান করেছেন তিনি। তাঁর কথায়, এই টাকা দেশের কোটি কোটি দরিদ্র কৃষকের অবস্থার উন্নতিতে ব্যয় করা উচিত।