এর্নাকুলাম: দুরন্ত এক্সপ্রেসে পরিবেশন করা হয় টমেটো স্যুপ। আর সেই স্বাস্থ্যকর টমেটো স্যুপ যদি তৈরি হয় টয়লেটের জল দিয়ে তাহলে তার পুষ্টিগুন কতটা নিম্নমানের হবে তা বলার অপেক্ষা রাখে না। এমনই ঘটনা ঘটেছে রবিবার এর্নাকুলাম-কলকাতা দুরন্ত এক্সপ্রেসে। এই ঘটনা প্রকাশ্যে আসায় অস্বস্তিতে ভারতীয় রেল।
রবিবার হঠাত্ই ট্রেনের মধ্যে এক যাত্রী দেখতে পান প্যান্ট্রির এক কর্মী টয়লেট থেকে জল নিচ্ছেন টমেটো স্যুপ তৈরির জন্যে।তখনই তিনি ট্রেনের অন্য যাত্রীদের এসম্পর্কে সতর্ক করেন। কোঝিকোড় স্টেশনে দুপুর একটা নাগাদ ট্রেন থামিয়ে এই নিয়ে দুরন্ত এক্সপ্রেসের যাত্রীরা বিক্ষোভও দেখান।
প্রায় মিনিট পনেরো কোঝিকোড় স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে ছিল। পরে স্টেশন মাস্টার কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।
দীর্ঘদিন ধরেই নিম্নমানের খাবার দেওয়ার জন্যে রেলের বিরুদ্ধে না না অভিযোগ উঠেছে। এরআগে বিভিন্ন সময় রেলের খাবারে পোকামাকড়, আরশোলা, টিকটিকিও পাওয়া গেছে। এরফলে অনেক সময়ই দূরপাল্লার ট্রেনযাত্রীরা বিভিন্ন স্টেশন থেকে খাবার কিনে খান। যা তুলনামূলক ভাবে অনেকটা পরিচ্ছন্নতা বজায় রেখে বানানো হয় বলে জানা গিয়েছে। তবে অনেক সময়ই সেসমস্ত খাবারে মাদক মেশানো থাকে, যার ফলে যাত্রীরা বহু সময় অসুস্থ হয়ে পড়েন। খোয়া যায় জিনিষপত্রও।
দুরন্ত এক্সপ্রেসে টমেটো স্যুপ তৈরি হচ্ছে টয়লেট-এর জলে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 May 2016 07:49 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -