নয়াদিল্লি: দেশজুড়ে গোরক্ষকদের তাণ্ডবের ঘটনা বারেবারেই সংবাদের শিরোনামে আসছে। কিন্তু সরকার এ সব ঘটনায় সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থাকার সম্ভাবনা খারিজ করে দিয়েছে। দলের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি বলেছেন, এ সব অপরাধমূলক কাজকর্ম। এরসঙ্গে ধর্মের কোনও যোগ নেই। বরং সাম্প্রদায়িক রং দেওয়া হলে তা অপরাধীদেরই সাহায্য করবে।

রাজস্থানের আলওয়ারে পেহলু খান, হরিয়ানার জুনেদ, ঝাড়খণ্ডের আলিমুদ্দিন, উত্তরপ্রদেশের আখলাখ আহমেদকে প্রকাশ্যে পিটিয়ে খুন, গুজরাতের উনায় দলিতদের বেধড়ক মারধরের মতো ঘটনা বিগত কয়েক বছর ধরেই বিতর্কের ঝড় তুলেছে। নকভির অবশ্য দাবি, এসব ঘটনার পিছনে সাম্প্রদায়িক মনোভাব নেই।

তিনি বলেছেন, ভারত কখনও তালিবানি মনোভাব অনুসরণ করেনি। ভবিষ্যতেও করবে না।

বিজেপির আমলে অসহিষ্ণুতা নিয়ে সরব হয়েছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রতিষ্ঠান। যাঁরা অসহিষ্ণুতার কথা বলছেন তাঁদের অন্যান্য দেশে সংখ্যালঘুদের অবস্থার দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

নকভি বলেছেন, সহিষ্ণুতা ভারতের ডিএনএ, সংস্কৃতি।