পানাজি: মেয়েরাও এখন বিয়ার খাচ্ছে। খুবই আতঙ্কিত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। তিনি জানিয়েছেন, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এতে।


এই প্রথম গোয়ায় বসেছে স্টেট ইউথ পার্লামেন্ট। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক গ্রহণ নতুন কিছু নয়। তিনি নিজে যখন মুম্বই আইআইটির ছাত্র ছিলেন, একদল পড়ুয়া তখন নিয়মিত গাঁজা টানত। আবার একদল ছিল পর্নোগ্রাফিতে আসক্ত।

রাজ্যের মাদক ব্যবসায়ীদের ধরপাকড় করছে তাঁর সরকার, তবে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিক্রি আগের থেকে বেড়েছে বলে তাঁর মনে হয় না। তবে মাদক নেওয়া পুরোপুরি বন্ধ হবে বলে বিশ্বাস করেন না তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, এখন তিনি এ ব্যাপারে ভয় পাচ্ছেন কারণ মেয়েরাও বিয়ার পান শুরু করেছে। সহ্যের সীমানা পেরিয়ে যাচ্ছে। সকলে অবশ্য এমনটা করছে বলে মনে করেন না তিনি। তাঁর উদ্বেগ, এভাবেই কাজ করে ড্রাগ সিন্ডিকেট। প্রথমে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের কোণে একটা ছোট দল ড্রাগ নেওয়া শুরু করে, তারপর তা ছড়িয়ে যায় অন্যদের মধ্যে, আরও ছেলেমেয়ে ফাঁদে পড়ে।

তাঁর কথায়, বাবা মায়ের উচিত ছেলেমেয়ের দিকে নজর রাখা। দেখা, দামি জিনিসপত্র বাড়ি থেকে নিয়মিত হারিয়ে যাচ্ছে কিনা। যদি এমন মাসখানেক ধরে চলে, তবে তা প্রথম লক্ষণ। সন্তানের দিকে নজর রাখুন। ড্রাগ সমস্যা নিয়ন্ত্রণের এটাই সেরা উপায়।