নয়াদিল্লি: শনিবার ব্যাঙ্কে নোট বদল করতে পারবেন শুধুমাত্র প্রবীণ নাগরিক এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহকরা। অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকরা ৫০০, ১০০০ টাকার নোট বদলের সুযোগ পাবেন না। শুধুমাত্র নিজেদের গ্রাহকদের পরিষেবা দেবে ব্যাঙ্কগুলি। ঘোষণা করল ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন। রবিবার নিয়ম মতোই বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।

ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রাজীব ঋষি বলেন, এ ক’দিন গ্রাহকরা নিজেদের ব্যাঙ্কের শাখায় ঠিকমতো পরিষেবা পাননি। ভোগান্তির শিকার হতে হয়েছে। তাছাড়া ব্যাঙ্কের নিজস্ব প্রচুর কাজও পরে রয়েছে। বিশেষত নিজেদের গ্রাহকদের সমস্ত কাজই বাকি। তাই শনিবার শুধুমাত্র নিজেদের গ্রাহকদের পরিষেবা দেবে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলি। এছাড়াও শনিবার শুধুমাত্র প্রবীণ নাগরিকরাই ব্যাঙ্কে টাকা বদল করার সুযোগ পাবেন। যে কোনও ব্যাঙ্ক থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত নোট বদল করতে পারবেন তাঁরা। সাধারণ মানুষ এই পরিষেবা পাবেন না। আবার সোমবার থেকে স্বাভাবিক নিয়মেই কাজ চলবে। পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশাবাদী।