প্রধানমন্ত্রীকে ফের নিশানা করে ট্যুইটে 'বস এক অওর সাল' হ্যাশট্যাগ ব্যবহার করেছেন কংগ্রেস সভাপতি। প্রসঙ্গত মোদী সরকারের মেয়াদ আর এক বছর। হিন্দি, ইংরেজিতে করা ট্যুইটে রাহুল লিখেছেন, কতগুলি লিক? তথ্য ফাঁস! আধার ফাঁস! এসএসসি কেলেঙ্কারি ফাঁস! ভোটের দিন ফাঁস! সিবিএসই প্রশ্নপত্র ফাঁস! সব জায়গাতেই ফাঁস, চৌকিদার দুর্বল।
প্রসঙ্গত, এর আগে তিনি দেশবাসীর চৌকিদার বলে মন্তব্য করেছেন মোদী। তারপর তাঁকে নানা সময়েই এ নিয়ে বিঁধেছেন রাহুল।
সিবিএসই গতকালই দশম শ্রেণির অঙ্ক ও বারো ক্লাসের অর্থনীতির প্রশ্নপত্র ফাঁসের খবর ছড়িয়ে পড়ায় দুটি বিষয়ে ফের পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর আশ্বাস দেন, সরকার এ ব্যাপারে অভ্যন্তরীণ তদন্ত করছে, পাশাপাশি সোমবার থেকে নতুন ব্যবস্থাও চালু হবে প্রশ্ন ফাঁস না হওয়া সুনিশ্চিত করতে।