নয়াদিল্লি: জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সেনার সঙ্গে সংঘর্ষে খতম হল কুখ্যাত লস্কর ই তৈবা জঙ্গি ওয়াসিম শাহ সহ ২। বহু সন্ত্রাসবাদী হানায় যুক্ত ছিল সে। এছাড়া পাথরবাজদের সঙ্গে বাহিনীর সংঘর্ষে মারা গিয়েছে ১ জন, আহত ১।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পুলিশ ও সেনার কাছে খবর ছিল পুলওয়ামার লিটার গ্রামে গা ঢাকা দিয়েছে কয়েকজন জঙ্গি। গোটা এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান। বাহিনীর ওপর জঙ্গিরা গুলি বর্ষণ করলে এনকাউন্টার শুরু হয়।
এনকাউন্টারেই খতম হয় ওয়াসিম ও হাফিজ নিসার নামে আরও এক জঙ্গি।
সোপিয়ানের বাসিন্দা ওয়াসিম নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক কর্মীদের ওপর বহু জঙ্গি হামলা ঘটিয়েছে। সেনা ও পুলিশ তাকে এ বা এপ্লাসপ্লাস ক্যাটাগরিতে রেখেছিল।
তবে এনকাউন্টারের খবর যেই ছড়িয়ে পড়ে, স্থানীয় মসজিদ থেকে মাইকে স্থানীয় মানুষকে নির্দেশ দেওয়া হয়, বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে। এরপরেই গ্রামবাসীরা দলে দলে বেরিয়ে এসে বাহিনীর পথ আটকে দাঁড়ায়, শুরু হয় পাথর ছোঁড়া। তাদের সরাতে বাহিনীর গুলিতে মারা যায় ১ জন, আহত হয়েছে আরও ১।
কাশ্মীরের পুলওয়ামায় সেনার সঙ্গে সংঘর্ষ, খতম লস্কর পাণ্ডা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Oct 2017 08:53 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -