নয়াদিল্লির পশ্চিম পটেলনগরে গম্ভীরকে নিজে হাতে খাবার বিতরণ করতে দেখা গেছে। প্রসঙ্গত, ক্রিকেটার তাঁর উদ্যোগের মাধ্যমে একটি বিষয় অবশ্যই সুনিশ্চিত করতে চেয়েছেন, যেন একজন ব্যক্তিও বিনা খাবারে ঘুমোতে না যান। এরপরই তিনি টুইট করে লেখেন ৩৬৫ দিন, ৫২ সপ্তাহ, ১২ মাস, অসংখ্য ক্ষুধার্ত মানুষ এবং একটি আশা #communitykitchen1।
মানুষের দুর্দশা দেখে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে গম্ভীর লেখেন, আমরা বিশ্বকাপ জিতেছি, আইপিএল জিতেছি, বহু দেশকে হারিয়েছি। এখন সময় হয়েছে হৃদয় জেতার, খিদেকে জয় করার। কমিউনিটি কিচেন#1, সৌজন্যে গৌতম গম্ভীর ফাউন্ডেশন।
কেকেআর-এর অধিনায়কের এমন অসাধারণ উদ্যোগ এবং চেষ্টা দেখে অভিভূত বলিউড সুপারস্টার শাহরুখ খান। এরপরই বাদশা টুইট করে জানতে চেয়েছেন, তিনি কীভাবে এবং কোনওভাবে যদি তাঁর সাহায্যে আসতে পারেন, তাহলে নিজেকে ধন্য মনে করবেন। তারপর এই চেষ্টার জন্যে শুভেচ্ছা জানিয়েছেন গম্ভীরকে।
তবে গম্ভীর এই প্রথম নয়, এর আগেও একাধিক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন। গত এপ্রিলেই গৌতম ছত্তীসগড়ে মাওবাদী হামলায় মৃত্যু হওয়া ২৫জন সিআরপিএফ জওয়ানের সন্তানদের লালন পালনের সমস্ত খরচ বহনের সিদ্ধান্ত ঘোষণা করেন।