পুনে: বাতিল নোটে ১ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার ট্রাফিক কনস্টেবল। এক ব্যক্তি তাঁর রেস্তোরাঁর সামনে পার্কিংয়ের সুবিধার জন্য নো অবজেকশন সার্টিফিকেট(এনওসি) পেতে ওই কনস্টেবলকে ১,১৫ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন। দু্র্নীতি দমন শাখা (এসিবি) জানিয়েছে, ধৃত কনস্টেবলের নাম সোহনলাল (৫৩)। তিনি কোরেগাঁও পার্ক ট্রাফিক ব্রাঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন। রেস্তোরাঁ কাম বার মালিকের অভিযোগের ভিত্তিতে সোহনলালকে গ্রেফতার করা হয়েছে।

এসিবি জানিয়েছে, অভিযোগকারীর রেস্তোরাঁ কাম বার সংক্রান্ত ফাইল এনওসি-র জন্য ট্রাফিক ব্র্যাঞ্চে এসেছিল। এনওসি-র জন্য সোহনলাল অভিযোগকারীর কাছ থেকে ১.১৫ লক্ষ টাকা ঘুষ চান। সোহনলাল বাতিল নোটেও ওই ঘুষের টাকা নিতে রাজি হয়ে যান।

অভিযোগকারী এরপর এসিবির দ্বারস্থ হন। কোরেগাঁও পার্ক ট্রাফিক ডিভিশনের বাইরে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন সোহনলাল। তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।