মুম্বই: হেলমেট না পরে বাইক চালানোর অভিযোগে কিশোরের কাছে বৈধ লাইসেন্স দেখতে চায় পুলিশ। সেই নিয়ে বচসার জেরে ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ। পরে হাসপাতালে মৃত্যু পুলিশের।


জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে হেলমেট না পরেই বাইক নিয়ে পেট্রোল পাম্পে গিয়েছিল ওই কিশোর। তাকে আটকে বৈধ কাগজপত্র দেখতে চান বান্দ্রা ট্রাফিক ডিভিশনের কর্মরত পুলিশকর্মী বিলাস শিন্ডে(৫০)। সেই নিয়ে শুরু হয় বচসা। তৎক্ষণাৎ ফোনে বন্ধুদের ডেকে নিয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায় ওই নাবালক। অভিযোগ, কাঠের পাটা দিয়ে মাথায় মারা হয় ওই পুলিশের। আশঙ্কাজনক অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গত এক সপ্তাহে জ্ঞান ছিল না তাঁর। শেষ পর্যন্ত মারাই যান তিনি।

উল্লেখ্য, ঘটনার দিনই ওই যুবককে পাকড়াও করে পুলিশ।।