রায়পুর: ছত্তিশগড় পুলিশের মানবিক উদ্যোগ, প্রচণ্ড গরম থেকে রেহাই দিতে ফিল্ড অফিসারদের জন্য বরাদ্দ করা হল শীতাতপ নিয়ন্ত্রিত হেলমেট। রাজ্যের প্রধান পুলিশ কর্তা ডিরেক্টর জেনারেল ডিএম অবস্তি পিটিআইকে জানিয়েছেন, “আমরা দু ধরনের হেলমেটের কথা ভাবছি। প্রথমে একটি পরীক্ষা করা হবে এবং আকাঙ্খিত ফল পেলেই তা ব্যবহারের পথে এগোব আমরা। বিশেষ করে যারা ট্রাফিকের কাজ করছে, তাঁদের জন্যই আমাদের এই উদ্যোগ।” তিনি আরও জানান, “রাজ্য পুলিশের প্রধান হওয়ার দৌলতে আমাকে আমাদের কর্মীর হিতের কথা ভাবতেই হবে। এটা সেই লক্ষ্যেই একটি পদক্ষেপ।”
উল্লেখ্য, ছত্তিশগড়ে ন্যূনতম দশ হাজার পুলিশ কর্মী তীব্র দাবদাহের মধ্যেই রাস্তায় কাজ করেছেন এবং এখনও করছেন। তাঁদের কথা ভেবেই এবার শীতাতপ নিয়ন্ত্রিত হেলমেটের কথা ভেবেছে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদাধিকারী। প্রসঙ্গত, এই হেলমেটে ব্যাটারি ও চিপ ব্যাবহার করা হবে। এতে পুলিশকর্মীরা প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করতে পারবেন। জানা যাচ্ছে, দেশীয় সংস্থাকেই এই বিশেষ হেলমেট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিশ্বে প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত হেলমেট নিয়ে আসে ফেহের নামের একটি বিদেশী সংস্থা। ২০১৮ সালে বাজারে আসা সেই হেলমেট নিয়ে বেশ চর্চাও হয়। ভারতীয় বাজারেও সেই হেলমেট পাওয়া যায়, দাম ২০ হাজার টাকার ওপরে।