গোরক্ষপুর: উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুদের মৃত্যুমিছিল অব্যাহত। গত ২৪ ঘণ্টায় ১৩টি শিশুর মৃত্যু হয়েছে। ফলে এ বছর এখনও পর্যন্ত ১,৩১৭টি শিশুর মৃত্যু হল।
শনিবার বিআরডি মেডিক্যাল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ চিকিৎসক পি কে সিংহ বলেছেন, নতুন করে যে ১৩টি শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১০ জন এনআইসিইউ বিভাগে ভর্তি ছিল। বাকি তিনজন জেনারেল পেডিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি ছিল। ৫৩ জন এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। তবে তাদের মধ্যে কারও মৃত্যু হয়নি।
মেডিক্যাল কলেজের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারিতে মৃত্যু হয়েছিল ১৫২টি শিশুর। ফেব্রুয়ারিতে সংখ্যাটি কমে হয় ১২২। মার্চে আবার শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে হয় ১৫৯। এপ্রিলে ১২৩ জন শিশুর মৃত্যু হয়। মে-তে ১৩৯, জুনে ১৩৭, জুলাইয়ে ১২৮ এবং অগাস্টে ৩২৫ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরের প্রথম দু দিনেই ৩২টি শিশুর মৃত্যু হয়েছে।
গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে ফের মৃত্যু ১৩টি শিশুর
Web Desk, ABP Ananda
Updated at:
02 Sep 2017 11:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -