মোবাইলে ইন্টারনেট রিচার্জে ‘বারণ’ বাবা-মায়ের! আত্মঘাতী বছর ২০-র যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 May 2020 05:41 PM (IST)
মোবাইলে ইন্টারনেট রিচার্জ করতে বাধা পেয়ে আত্মঘাতী ২০ বছরের যুবক! এমনই অভিযোগ। মধ্যপ্রদেশের ভোপালের ঘটনায় হতবাক পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ।
ভোপাল: মোবাইলে ইন্টারনেট রিচার্জ করতে বাধা পেয়ে আত্মঘাতী ২০ বছরের যুবক! এমনই অভিযোগ। মধ্যপ্রদেশের ভোপালের ঘটনায় হতবাক পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ। পরিবার সূত্রে খবর, ২০ বছরের ওই যুবককে মোবাইলে ইন্টারনেট রিচার্জ করতে বারণ করতেন তাঁর মা-বাবা। কিন্তু বারণ না শুনেই বারবার মায়ের কাছে রিচার্জ করিয়ে দেওয়ার দাবি করতেন তিনি। কিন্তু মায়ের বাধা পেয়ে একেবারে চরম সিদ্ধান্ত নেন ওই যুবক। অবসাদে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। ভোপালের বাগশেওয়ানিয়া পুলিশের তরফে জানানো হয়, বারবার মায়ের কাছে রিচার্জ করতে বারণ শুনেই আত্মহত্যা করেন ওই যুবক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।