নয়াদিল্লি: রিলায়েন্স জিওকে ইন্টার কানেকশন না দেওয়ার অভিযোগ। ভোডাফোন, ভারতী এয়ারটেল, আইডিয়াকে তিন হাজার কোটি টাকার ওপর জরিমানা চাপানোর সুপারিশ ট্রাইয়ের।

লাইসেন্সের শর্তাবলী না মানার অভিযোগে ভারতের টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই ৩ সংস্থাকে ৩ হাজার ৫০ কোটি টাকা জরিমানার সুপারিশ করেছে। জিও-র কানেকশন না দেওয়ার অভিযোগেই এ হেন কড়া পদক্ষেপ বলে জানিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া।

রিল্যায়ন্স জিও গত দুমাস ধরে ট্রাই, প্রধানমন্ত্রীর দফতর এবং টেলিকম মন্ত্রকে অভিযোগ জানাচ্ছে, যে, অন্যান্য টেলিকম কোম্পানিগুলি তাদের সঙ্গে সহযোগিতা করছে না। ইন্টার কানেকশন দিচ্ছে না তারা। রিল্যায়েন্স ইন্ডাস্ট্রির তরফে জানানো হয়েছে, জিও নেটওয়ার্কে প্রতিদিন ৫২ কোটি কল কানেক্ট করা যাচ্ছে না। ভয়েস কলের সুবিধা দিতে তারা ব্যর্থ হচ্ছে।

ট্রাই জানিয়েছে, এই ৩ সংস্থা রিলায়েন্স জিওকে যথেষ্ট সংখ্যক ইন্টারকানেক্ট পয়েন্ট দিচ্ছে না। যা ট্রাইয়ের দেওয়া লাইসেন্সের শর্তভঙ্গ করছে। সর্বোপরি গ্রাহক স্বার্থ এতে ক্ষুণ্ণ হচ্ছে। এভাবে দেশের টেলিকম আইন ও নির্দেশিকাকে অগ্রাহ্য করে গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ণ করার জন্যই এই ৩ সংস্থাকে আর্থিক জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, গ্রাহকদের আজীবন ফ্রি ভয়েস কলের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে জিও। জিও-র সঙ্গে প্রতিযোগিতায় অনেকখানি পিছিয়ে পড়েছে ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া প্রভৃতি কোম্পানি। জিও-কে টেক্কা দিতে আরও আকর্ষক প্ল্যানের কথা ভাবছে তারা।