নয়াদিল্লি: টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা আইডিয়া সেলুলার লিমিটেড সেইসমস্ত ব্যবহারকারীদের থেকে বাড়তি চার্জ নিয়েছে, যাঁরা বিএসএনএল বা এমটিএনএল নেটওয়ার্কে ফোন করেছেন। অনিয়মের জন্যে আইডিয়াকে ২.৯৭ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাই।
আইডিয়াকে টাকাটা টেলিকম কনজিউমারস এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ডে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত ২০০৫ সালের মে মাসে। সেই সময় ডিপার্টমেন্ট অফ টেলিকম চার রাজ্যের মধ্যে ইন্টার-সার্ভিস কানেক্টিভিটির জন্যে লাইসেন্স ব্যবস্থায় বদল এনেছিল। সেই বদলে প্রস্তাব দেওয়া হয়েছিল, উল্লেখিত চার রাজ্য মানে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের মধ্যে ফোন করলে, সেটি লোকাল কল হিসেবে গণ্য করা হবে। কিন্তু সেই বদলের পরও বেশ কিছু বেসরকারি মোবাইল সার্ভিস প্রদানকারী সংস্থা গ্রাহকদের থেকে বেশি চার্জ করেছে, যারা বিএসএনএল বা এমটিএনএল নেটওয়ার্কে ফোন করেছে।মূলত মে ২০০৫ থেকে জানুয়ারি ২০০৭-এর মধ্যে গ্রাহকদের থেকে যে বাড়তি টাকা বেসরকারি মোবাইল সংস্থাগুলো নিয়েছে, সেটা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন ট্রাই। আইডিয়াকে ২, ৯৭,৯০ ১৭৩ টাকা জমা দিতে বলেছে টেলিকম রেগুলেটরি সংস্থা। যেহেতু সেইসময়ের কল ডেটা রেকর্ড পাওয়া যাচ্ছে না, সেইজন্যে আইডিয়া এই বিশাল অর্থটি গ্রাহকদের বদলে টিসিইপিএফ-এ ফেরত দেবে।
গ্রাহকদের থেকে বেশি টাকা নেওয়ায়, আইডিয়াকে তিন কোটি জরিমানা ট্রাইয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Aug 2017 02:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -