নয়াদিল্লি: আধার ফাঁস হয়ে গেলেও ব্যক্তিগত তথ্য সুরক্ষিতই থাকে-এমন দাবি করে ১২ অঙ্কের আধার নম্বর ট্যুইটারে শেয়ার করেছিলেন টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের চেয়ারম্যান আর এস শর্মা। তিনি ট্যুইটে লিখেছিলেন, ‘ আমার আধার নম্বর ...... চ্যালেঞ্জ করছি, আমার ক্ষতি করে দেখান। অন্তত একটা উদাহরণ তো দিন।’
এলিয়ট অ্যাল্ডারসন নামে এক ফরাসি হ্যাকার এই চ্যালেঞ্জের জবাবে শর্মার ফোন নম্বর, জন্ম তারিখ ও অন্যান্য তথ্য শেয়ার করে ট্যুইট করেন। একইসঙ্গে তিনি শর্মাকে তাঁর জিমেলের পাসওয়ার্ড বদলেরও পরামর্শ দেন।



উল্লেখ্য, ট্রাইয়ের চেয়ারম্যান যে ট্যুইট করেছিলেন তা ইতিমধ্যেই ২,৮৫০ বার রিট্যুইট হয়েছে, লাইক পড়েছে ৩,৩৬৪। এই সংখ্যা ইতিমধ্যেই আরও বেড়েছে।
যে তথ্যগুলি ফাঁস হয়েছে সেগুলি সঠিক কিনা সে ব্যাপারে কোনও মন্তব্য করেননি শর্মা। সংবাদ সংস্থার প্রশ্নের তিনি বলেছেন, চ্যালেঞ্জটা আরও কিছু সময় চলুক।