নয়াদিল্লি: ভারতে আন্তর্জাতিক ও দেশীয় উড়ানে মোবাইল ফোনে কথা বলা ও ওয়াইফাইয়ের মতো ইন্টারনেট পরিষেবা চালু করার প্রস্তাব দিল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। গত বছরের ১০ অগাস্ট উড়ানে ভয়েস, ডেটা ও ভিডিও পরিষেবার বিষয়ে ট্রাই-এর মতামত জানতে চেয়েছিল টেলিকম বিভাগ। তারই জবাবে ট্রাই জানিয়েছে, উড়ানে ইন্টারনেট ও মোবাইল সংযোগ পরিষেবা চালু করার অনুমতি দেওয়া উচিত।


উড়ানে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য ইন-ফ্লাইট কানেকটিভিটি চালু করার প্রস্তাব দিয়েছে ট্রাই। যে সংস্থা এই পরিষেবা দেবে, তাদের ইনস্যাট সিস্টেম বা বিদেশি উপগ্রহ ব্যবহারের অনুমতি দেওয়া উচিত।