নয়াদিল্লি: গ্রামাঞ্চলে মোবাইল ইন্টারনেটের ব্যবহারে উৎসাহ যোগাতে সেখানে বিনামূল্যে সীমিত ডেটা দওয়ার সুপারিশ করল দেশের টেলিকম নিয়স্ত্রক সংস্থা বা ট্রাই।


সোমবার ট্রাই-এর তরফে জানানো হয়, ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে দেশের অর্থনীতিকে কেন্দ্রের ক্যাশলেস করার উদ্যোগ এবং গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষদের কেনার ক্ষমতার মধ্যে যে পার্থক্য রয়েছে, তা কমাতে এমন একটি প্রকল্প চালু হওয়া দরকার, যেখানে একটি নির্দিষ্ট পরিমাণ ডেটা (ধরা যাক প্রতিমাসে ১০০ এমবি) বিনামূল্যে সেখানকার গ্রাহকদের দেওয়া হবে।


ট্রাই-এর মতে, প্রকল্পে যা খরচ হবে, তা ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড (ইউএসওএফ) থেকে উঠে আসবে। প্রসঙ্গত, এই ফান্ডের আওতায় টেলিকম সংস্থার ওপর ইউনিভার্সাল অ্যাক্সেস লেভি নামে কেন্দ্র একটি সেস ধার্য করে, যার মাধ্যেমে সেখানে পরিকাঠামো গড়ে তোলার অনুমোদন পায় সংশ্লিষ্ট সংস্থাগুলি।