দ্বারভাঙা: বিহারের সমস্তিপুরে ছট পুজো সেরে ফেরার সময় ট্রেনে কাটা পড়ে ৫ মহিলার মৃত্যু হল। আহত হয়েছেন বেশ কয়েকজন।
সমস্তিপুরের দ্বারভাঙা এলাকার রামভদ্রপুর স্টেশনে সোমবার ভোরে ঘটেছে এই দুর্ঘটনা। জানা গেছে, রেললাইন পার হওয়ার সময় ওই মহিলাদের ওপর এসে পড়ে স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেস। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে বেশ খানিকক্ষণ বন্ধ থাকে ওই লাইনে ট্রেন চলাচল। বিক্ষুব্ধরা দাবি করেন, হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
রেলওয়ে সূত্রে খবর, ভোরবেলা পুজো সেরে বাড়ির পথ ধরা ওই মহিলারা কুয়াশার চোটে দূর থেকে আসা ট্রেন দেখতে পাননি। ফলে হুড়মুড়িয়ে তাঁদের ওপর এসে পড়ে ট্রেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।
এছাড়া মুজফফরপুরেও ঘটেছে দুর্ঘটনা। ছট পুজো চলাকালীন জলে ডুবে মারা গেছে ৫টি শিশু।
বিহারে ছট পুজো সেরে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে ৫ মহিলার মৃত্যু, জলে ডুবে মৃত ৫ শিশু
ABP Ananda, Web Desk
Updated at:
07 Nov 2016 12:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -