কলকাতা: তিন থেকে পাঁচ ঘণ্টা দেরিতে চলছে রাজধানী সহ উত্তর ভারতমুখী অন্তত ৭০টি দূরপাল্লার ট্রেন। কারণ, ঘন কুয়াশা। উত্তর রেল জানিয়েছে, খারাপ আবহাওয়ার জন্য সময় পরিবর্তন করা হয়েছে অন্তত ৩০টি ট্রেনের। যে ট্রেনগুলি দেরিতে চলছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, কলকাতা, শিয়ালদা, ভূবনেশ্বর ও পটনা থেকে ছাড়া রাজধানী এক্সপ্রেস। সময় পরিবর্তন করা হয়েছে, নয়াদিল্লি-দ্বারভাঙা বিহার সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, নয়াদিল্লি-গয়া মহাবোধী এক্সপ্রেস, নয়াদিল্লি-জব্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেস, নয়াদিল্লি-হায়দরাবাদ ডেকান তেলঙ্গানা এক্সপ্রেস এবং নয়াদিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেনের। অন্যদিকে, ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যাওয়া আজ উড়ান বিঘ্নিত হয় নয়াদিল্লির ইন্দিরাগাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে। কর্তৃপক্ষ জানিয়েছে, এর জন্য চারটি অন্তর্দেশীয় উড়ানের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। দেরি করে উড়েছে অন্তত ২৬টি বিমান।