কলকাতা: ঘন কুয়াশায় জের অব্যাহত। বিপর্যস্ত ট্রেন চলাচল, অব্যাহত যাত্রী দুর্ভোগ। দেরিতে চলছে উত্তর ভারত থেকে হাওড়ার দিকে আসা প্রায় সবকটি ট্রেন।
রেল সূত্রে জানানো হয়েছে, অমৃতসর-শিয়ালদা জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস চলছে ২৭ ঘণ্টা দেরিতে। সাড়ে ২০ ঘণ্টা দেরিতে চলছে যোধপুর-হাওড়া এক্সপ্রেস ও শ্রীনগর-হাওড়া উদয়ন আভা তুফান এক্সপ্রেস। সাড়ে ১৫ থেকে সাড়ে ১৬ ঘণ্টা দেরিতে চলছে কালকা মেল, নয়াদিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেস ও অমৃতসর মেল। সাড়ে ১০ থেকে সাড়ে ১৩ ঘণ্টা দেরিতে দৌড়চ্ছে দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস, দিল্লি-মালদা টাউন ফরাক্কা এক্সপ্রেস, অমৃতসর- হাওড়া এক্সপ্রেস ও হাওড় রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া। ৭ থেকে ৯ ঘণ্টা দেরিতে চলছে জম্মু তাওয়াই- কলকাতা এক্সপ্রেস, দেরাদুন-হাওড়া দুন, আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেস, গাঁধীধাম হাওড়া গর্বা এক্সপ্রেস,
মুম্বই মেল ভায়া ইলাহাবাদ, সিএসটি মুম্বই-হাওড়া এক্সপ্রেস ও দিল্লি-শিয়ালদা এক্সপ্রেস। বাতিল করা হয়েছে ডাউন উপাসনা এক্সপ্রেস। ডাউন ট্রেন দেরিতে আসায় পরিবর্তিত হয়েছে বেশ কিছু আপ ট্রেনের সময়সূচির।
ডিসেম্বরের শুরুতেও দোরগোড়ায় থমকে রয়েছে শীত। এদিন একধাক্কায় ২ ডিগ্রি নীচে নেমেছে পারদ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। অন্যদিকে, দিল্লিতে দিনের সর্বনিম্ন চাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেললিয়াস। তাপমাত্রা নীচে নামার পাশাপাশি, রাজধানীতে দিল্লিতে এদিনও ছিল গাঢ় কুয়াশা। যার জেরে এদি দেশজুড়ে বিঘ্নিত ট্রেন চলাচল।