১৫০ বছর আগে লোহাপুল নামে এই সেতুটি তৈরি করা হয়। দিল্লির সঙ্গে বিভিন্ন রাজ্যের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ট্রেনই না, এই সেতুর উপর দিয়ে অন্যান্য যানবাহনও চলাচল করে। যমুনা নদীর জল বিদপসীমা ২০৪.৮৩ মিটার অতিক্রম করে এখন ২০৫.৫৩ মিটারে বইছে। দিল্লিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই দুর্ঘটনার ঝুঁকি এড়াতে লোহাপুলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলের এক আধিকারিক। যমুনার জল বাড়ায় বন্ধ দিল্লি-হাওড়া লাইনের রেল সেতু, বাতিল ২৭টি ট্রেন, ৭টি চলছে ঘুরপথে
Web Desk, ABP Ananda | 30 Jul 2018 10:45 AM (IST)
নয়াদিল্লি: দিল্লিতে একনাগাড়ে বৃষ্টির ফলে যমুনা নদীর জল বেড়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল দিল্লি-হাওড়া লাইনের রেল সেতু। আজ রেলের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। ফলে বাতিল করা হয়েছে ২৭টি যাত্রীবাহী ট্রেন। সাতটি ট্রেন চলছে ঘুরপথে।