১৫০ বছর আগে লোহাপুল নামে এই সেতুটি তৈরি করা হয়। দিল্লির সঙ্গে বিভিন্ন রাজ্যের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ট্রেনই না, এই সেতুর উপর দিয়ে অন্যান্য যানবাহনও চলাচল করে। যমুনা নদীর জল বিদপসীমা ২০৪.৮৩ মিটার অতিক্রম করে এখন ২০৫.৫৩ মিটারে বইছে। দিল্লিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই দুর্ঘটনার ঝুঁকি এড়াতে লোহাপুলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলের এক আধিকারিক।