নয়াদিল্লি: স্কুলগুলিতে লিঙ্গ সংক্রান্ত হিংসার ঘটনা বন্ধ করা এবং এ বিষয়ে পড়ুয়াদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হোক। এই মর্মে রাজ্য সরকারগুলিকে চিঠি দিল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। কোনও পড়ুয়া লিঙ্গ বিষয়ক হিংসার শিকার হলে সেটা প্রতিরোধ করার জন্য কী করতে পারে, সে বিষয়ে ইউনেস্কোর তৈরি করা কয়েকটি পোস্টারও রাজ্যগুলিকে পাঠিয়েছে মন্ত্রক।
রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘স্কুল সংক্রান্ত লিঙ্গ বিষয়ক হিংসার প্রভাব পড়ে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী, তাদের পরিবার ও সমাজের উপর। এই ধরনের হিংসার মধ্যে আছে যৌন, শারীরিক বা মানসিক নির্যাতন। স্কুলে নিরাপদ ও ন্যায়সঙ্গত শিক্ষার পরিবেশ বজায় রাখতে গেলে হিংসা বন্ধ করতে হবে। এটা সব পড়ুয়ার জন্যই সমান গুরুত্বপূর্ণ। স্কুলে হিংসার শিকার হলে পড়ুয়ারা অবসাদের শিকার হতে পারে, আত্মবিশ্বাস কমে যেতে পারে, এমনকী তারা স্কুলে যাওয়াও বন্ধ করে দিতে পারে।’
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক আরও বলেছে, রাজ্যগুলি যদি চায়, তাহলে স্কুলপড়ুয়াদের বিষয়টি ভালভাবে বোঝানোর জন্য আঞ্চলিক ভাষায় লেখা পোস্টার এবং অন্যান্য সরঞ্জাম দেওয়া হবে।
পড়ুয়াদের লিঙ্গ সংক্রান্ত হিংসার বিরুদ্ধে সরব হওয়ার শিক্ষা দেওয়া হোক, রাজ্যগুলিকে কেন্দ্র
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jan 2018 04:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -