কলকাতা: ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে না ট্রেন।চলবে না মেট্রো, লোকাল, দূরপাল্লার ট্রেন।আগের মতোই চলবে স্পেশাল ট্রেন, মালগাড়ি। আগে রেলবোর্ডের বিজ্ঞপ্তিতে ১২ অগাস্ট পর্যন্ত ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।বর্তমান পরিস্থিতিতে ট্রেন না চালানোর সেই সিদ্ধান্ত বহাল রাখা হল।পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণার পর থেকে মেট্রো, লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বর্তমানে ভারতীয় রেল ৩০ টি রাজধানী সহ ২০০ টি স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে। এই ট্রেনগুলি আগের মতোই চলবে।