লখনউ: উত্তরপ্রদেশ সরকারের পর্যটন পুস্তিকা থেকে বাদ দেওয়ার পর ফের তাজমহল ঘিরে বিতর্ক। এবার বিতর্কের কেন্দ্রে বিজেপি বিধায়ক সঙ্গীত সোম। অতীতেও একাধিক বিতর্কে জড়িয়েছেন সঙ্গীত। এবার তাঁর দাবি, ‘উত্তরপ্রদেশ সরকারের পর্যটন পুস্তিকা থেকে তাজমহলকে বাদ দেওয়ায় অনেকেই হতাশ। কিন্তু ইতিহাস কী বলছে? তাজমহল তৈরি করেছিলেন এমন একজন ব্যক্তি (শাহজাহান) যিনি নিজের বাবাকে জেলে বন্দি করেছিলেন, হিন্দুদের শেষ করতে চেয়েছিলেন। এটা ভারতীয় সংস্কৃতির কলঙ্ক। এই ধরনের লোকজন যদি আমাদের ইতিহাসের অংশ হন, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ইতিহাস বদলে দেব।’

উত্তরপ্রদেশের মেরঠ জেলার সিসোলি গ্রামে এক অনুষ্ঠান তাজমহল নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেছেন সারধনা কেন্দ্রের বিজেপি বিধায়ক। তাঁর আরও দাবি, মহম্মদ আলি জৌহর বিশ্ববিদ্যাদল সন্ত্রাসবাদীদের ঘাঁটি। বিজেপি অবশ্য বিতর্ক ঝেড়ে ফেলার লক্ষ্যে এই বিধায়কের মন্তব্যকে তাঁর একান্ত নিজস্ব বলে দাবি করেছে। বিজেপি মুখপাত্র অনিলা সিংহ বলেছেন, সঙ্গীত যেটা বলেছেন, সেটা তাঁর মতামত। এর সঙ্গে দলের কোনও যোগ নেই।

সঙ্গীতের বিরুদ্ধে মুজফফরনগরে সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল। যদিও পরে তাঁকে ক্লিনচিট দেওয়া হয়। গোমাংসের বিরুদ্ধেও প্রচারের প্রথমসারিতে দেখা যায় এই বিজেপি বিধায়ককে। এবার তিনি নয়া বিতর্কে জড়ালেন।